ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে উপহার দেওয়ার প্রলোভনে অর্থ চুরির অভিযোগ বেশ পুরোনোই বলা চলে।এটি এক ধরনের বিশাল সাইবার অপরাধ হিসেবে বিবেচিত । ভার্চ্যুয়াল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে টিকটক ব্যবহারকারীদের কাছে থেকে অর্থও সংগ্রহ করছে একদল সাইবার অপরাধীরা।
টিকটক ব্যবহারকারীদের বোকা বানাতে এক্সের (টুইটার) মালিক ইলন মাস্কের নামে একটি ভুয়া ভিডিওর মাধ্যমে প্রচারণা চালাচ্ছে সাইবার অপরাধীরা। প্রচারণায় বলা হচ্ছে, ইলন মাস্ক বেশ কিছু ব্যক্তিকে ভার্চ্যুয়াল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি উপহার দেবেন। এ জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে নিবন্ধন করে উপহার কর্মসূচিতে অংশ নিতে হবে। ওয়েবসাইটগুলোতে নিবন্ধন করলেই বড় অঙ্কের ক্রিপ্টোকারেন্সি উপহার পাওয়ার কথা জানিয়ে বিভিন্ন অঙ্কের অর্থ হাতিয়ে নেয় সাইবার অপরাধীরা।