নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে ২০১৩ সালে শ্রমিক দলের এক কর্মীকে গুলি করে হত্যার মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার সকালে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসাইন এই আদেশ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনী ও পুলিশের কড়া পাহারার মধ্যে আজ সকালে সাবেক সংসদ সদস্য মো. একরামুল করিম চৌধুরীকে আদালতে হাজির করা হয়। পরে দুপুর ১২টার দিকে আদালত থেকে পুনরায় কারাগারে নেওয়া হয় তাঁকে। কারাগারে নেওয়ার সময় পুলিশের প্রিজন ভ্যান থেকে বাইরে থাকা মানুষের উদ্দেশে হাত নাড়াতে দেখা যায় তাঁকে।
২০১৩ সালে শ্রমিক দলের কর্মী মো. খোকনকে (২৫) গুলি করে হত্যার অভিযোগে গত ৮ সেপ্টেম্বর বিকেলে সুধারাম থানায় হত্যা মামলাটি করা হয়। এতে একরামুল করিমসহ ৫৩ জনকে আসামি করা হয়েছে। ১ অক্টোবর চট্টগ্রামের খুলশী এলাকা থেকে আটকের পর একরামুল করিম চৌধুরীকে মামলাটিতে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল।