ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ বিরতির পর আবার ফিরছে এই সপ্তাহেই। আছে বেশ কয়েকটি বড় ম্যাচ।একটি দারুন সপ্তাহ অপেক্ষা করছে ফুটবল ভক্তদের জন্য।
আগামীকাল মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন রিয়েল মাদ্রিদ, তাঁদের প্রতিপক্ষ গতবারের ফাইনালিস্ট বুরুশিয়া ডর্টমুন্ড। বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে রাত ১ টা বাজে। গতবারের ফাইনাল ম্যাচে শেষ হাসি হেসেছিলো মাদ্রিদ। শেষম্যাচ লীলের সাথে ১-০ গোলে হারলেও মাদ্রিদ এই ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী। খেলা গুছিয়ে নিয়ে নিজেদের সেরাটাই দিতে চাইবে কার্লো এনচেলোত্তির শীর্ষরা।এদিকে গতবার ফাইনাল হারার প্রতিশোধ নিতে চাইবে জার্মান জায়ান্ট ডর্টমুন্ড। মাদ্রিদের হয়ে দারুন ফর্মে আছে ভিনিশিয়ুস ,এম্বাপ্পেরা। অন্যদিকে এই সিজনে বুন্দেসলীগা ভালো না গেলেও চ্যাম্পিয়ন্স লীগে ২টির মাঝে ২ ম্যাচ জিতে দারুন ছন্দে আছে ডর্টমুন্ড। ২৩ তারিখে এই ম্যাচটি ঘিরেই নজর থাকবে কোটি ফুটবল ভক্তের।
এছাড়াও কালকে ম্যাচ আছে এসি মিলান, আর্সেনাল এবং পিএসজির। উড়তে থাকা উনাই এমেরির এস্টন ভিলা মুখোমুখি হবে ইউসিএলে অনেক বছর পর ফেরত আসা বলোনিয়ার
২৪ তারিখের সবচেয়ে বড় চমক থাকবে ফর্মের তুঙ্গে থাকা বার্সা এবং বায়ার্নের ম্যাচটি।স্তাদিও মনজুইকে বায়ার্নকে স্বাগত জানাতে মরিয়া হয়ে আছে ফ্লিকের শীর্ষরা। সরাসরি মুখোমুখি পরিসংখ্যানের দিক থেকে বার্সা পিছিয়ে থাকলেও নতুন জার্মান কোচ হান্সি ফ্লিকের অধিনে এক নতুন বার্সাকে দেখা যাচ্ছে যা নিয়ে আশা করতেই পারে বার্সা সমর্থকগোষ্ঠি। এবারকার চ্যাম্পিয়ন্স লীগে ২ ম্যাচ করে খেলে সমান ৩ পয়েন্ট অর্জন করেছে বার্সা এবং বায়ার্ন উভয় দলই। বার্সার হয়ে প্রায় ১ বছর পর তরুন মিডফিল্ডার গাভি এবং নতুন সাইনিং দানি অলমো ইনজুরি সেরে মাঠে ফিরলেও এদিন বায়ার্নের হয়ে মাঠে না দেখা যেতে পারে বায়ার্নের তরুন তুর্কি জামাল মুসিয়ালাকে। তাছাড়াও ইঞ্জুরিতে আছে বার্সা ডিফেন্ডার রোনালদ আরাউহো, ক্রিসটেনসেনসহ বার্সার প্রধান গোলরক্ষক মার্ক আন্দে টার স্টেগান। তাঁর পরিবর্তি হিসেবে পোলিশ গোলকিপার ভয়চেক সেজনিকে সাইন করালেও বার্সা কোচের এই ম্যাচের জন্য ভরসা থাকবে বার্সা একাডেমির গোলরক্ষক ইনাকি পেনিয়ার উপরেই। ভিনসেন্ট কোম্পানির বায়ার্ন এই সিজনে লীগে ১ম অবস্থানে আছে এবং একইভাবে টেবিলের টপে আছে হান্সি ফ্লিকের বার্সেলোনা।
এছাড়াও লিভারপুল, ম্যানসিটি, এতলেতিকো মাদ্রিদ এবং বেনফিকার ম্যাচ রয়েছে ২৪ তারিখ। এবারকার নতুন চ্যাম্পিয়ন্স লীগের ফরম্যাটে প্রতিটা ম্যাচই সমান গুরুত্বপূর্ণ দলগুলোর জন্য। টপ ১-৮ সরাসরি কোয়ালিফাই করলেও বাকী ৮টি স্থানের জন্য অন্য দলদের খেলতে হবে প্লে অফ। তাই প্রতিটি টপ টায়ার টিমেরই আশা টপ ৮ এ থেকে লীগ স্টেজ শেষ করা যেখানে প্রতিটা টিম সমান ৮ ম্যাচ করে খেলার সুযোগ পাবে।
ম্যাচগুলোর ফলাফল যাই হোক না কেন একটি দারুন ম্যাচডে দেখার অপেক্ষায় থাকবে ফুটবল ভক্তরা।