নোয়াখালীতে কড়া রোদে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এসময় তাদের মধ্যে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও জুস বিতরণ করেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে জেলা শহর মাইজদীর বিভিন্ন এলাকায় এসব পানীয় বিতরণ করা হয়। এসময় পথচারী, চালক ও শ্রমজীবী মানুষের মধ্যেও বিতরণ করা হয় পানীয়।
পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, তীব্র গরমের মধ্যেও খোলা আকাশের নিচে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা যানজট নিরসনে ও মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে নিরলসভাবে তাদের দায়িত্ব পালন করছেন। রাস্তায় দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকা ট্রাফিক সদস্যরা হিট স্ট্রোকসহ পানিশূন্যতা, মাথাব্যথা ও শারীরিক দুর্বলতায় ভুগে থাকেন। তাদের মানসিক প্রশান্তি দেওয়ার চেষ্টা করেছি মাত্র।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজীবসহ ট্রাফিক পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।