নোয়াখালীতে সাইবার অপরাধের বিরুদ্ধে একসুরে বাঁশি বাজিয়ে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা। রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার কালিতারা মুসলিম গার্লস একাডেমিতে এ কর্মসূচি পালিত হয়। গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় ‘নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স’ নামে স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার স্পেসে সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক ওই সেমিনারের আয়োজন করে।
এতে নোয়াখালী সাইবার ওয়ারিয়র্সের সভাপতি সাইদুর রহমান রায়হানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মো. জাহাঙ্গীর, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ, সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান, কালিতারা মুসলিম গার্লস একাডেমি প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাইবার ওয়ারিয়র্সের সদস্য শিউলি আক্তার প্রমুখ।