টানা বৃষ্টির ফলে আবারো বন্যা দেখা দিয়েছে নোয়াখালীতে।জেলার আট উপজেলায় বন্যার পানিতে আটকা পড়েছেন অন্তত ১২ লাখ মানুষ।
জেলা প্রশাসনের বরাতে জানা গিয়েছে জেলার ৮৭ ইউনিয়নে ১১ লাখ ৯৫ হাজার ৩০০ মানুষ পানিবন্দি। ২৩ কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এক হাজার ২৫ জন। এ পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা ১২ জন।
ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে বসতঘর ও সড়ক। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। তবে জীবিকার তাগিদে বৃষ্টি উপেক্ষা করে বের হয়েছেন রিকশাচালক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ। রাস্তাঘাটে মানুষ কম থাকায় তারাও পড়েছেন বিপাকে।
সদর উপজেলার বাসিন্দা মো. আবদুর রহমান বলেন, বন্যার পানি কমতে শুরু করেছিল। কিন্তু বৃষ্টিতে আবার বেড়েছে। গত মাসেও এমন অবস্থা হয়েছে।