নোয়াখালীর সূবর্ণচরে আসামির বড় ভাইকে থানায় নিয়ে পিটিয়ে জখমের দায়ে চরজব্বর থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেলকে পুলিশলাইনে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে এক আদেশে পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান তাকে প্রত্যাহার করার নির্দেশ দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় পূর্ব চরবাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবুল কাশেম কালু ব্যাপারীর ছেলে মো. রায়হান (১৮) প্রেমের টানে পার্শ্ববর্তী স্কুলছাত্রী সুমাইয়া আক্তার মুক্তাকে (১৪) নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে উভয় পরিবার থানায় অভিযোগ দিতে গেলে আসামি রায়হানের বড় ভাই ছাত্রলীগ নেতা রাকিবুর রহমানকে (২১) উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল নিজের কক্ষে আটকে বেদম মারধর করেন। এতে রাকিব অজ্ঞান হয়ে গেলে তাকে হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, ধাতব বস্তুর আঘাতে রাকিবের কপাল কেটে গেছে। সেখানে তিনটি সেলাই করতে হয়েছে। তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।