চিপকে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর ২য় টেস্টে কানপুরে ভারতের বিপক্ষে সকাল ১০ টায় মাঠে নামবে বাংলাদেশ দল। টেস্ট চ্যাম্পিয়নশীপের পয়েন্টস টেবিলে পাকিস্তান সিরিজের পর এগিয়ে গেলেও প্রথম ম্যাচ হারের পর আবার পিছিয়ে পরেছে বাংলাদেশ। ২৮০ রানে হেরে বর্তমানে সিরিজে ১-০ তে পিছিয়ে আছে বাংলাদেশ।
পিচের ব্যাপারে ভারতের ব্যাটিং কোচ অভিষেক নায়ার বলেছেন-"সত্যি বলতে, আমি জানি না আমরা এখনও কোন সারফেসে খেলতে যাচ্ছি,"।বাংলাদেশ হেডকোচ হাতুরুসিংহে বলেছেন – “আমরা পিচ দেখেছি কিন্তু দুটি পিচ প্রস্তুত করা হয়েছে। কালকেই বুঝতে পারবো কোন পিচে খেলা হবে”।
তবে ধারনা করা হচ্ছে শুরুতে ব্যাটিং সহায়ক হলেও ধীরে ধীরে স্লো হবে পিচ।দুই দলেই হয়তো পরিবর্তন আসতে পারে।
এদিকে গতকাল (২৬ই সেপ্টেম্বর) টেস্ট এবং টি২০ ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তো সাকিব এখনো দেশেই আসেননি। কানপুরে সংবাদ সম্মেলনে সাকিবও জানিয়েছেন, দেশের পরিস্থিতি বদলে গেছে। তবে চাপের মধ্যে এত দিন তাঁর মনোযোগ মাঠেই রেখেছেন সাকিব।
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেওয়ার সংবাদ সম্মেলনে আজ সাকিব বলেছেন, ‘পুরোপুরি ভিন্ন চিত্র। দেশে অনেক কিছু বদলে গেছে, যা আমাদের নিয়ন্ত্রণে ছিল না। পর্যাপ্ত নিরাপত্তা পেলে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলে অবসরের ইচ্ছা প্রকাশ করলেও তা হচ্ছে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ সাকিবের নিরাপত্তা ইস্যুতে বলেন- ‘নিরাপত্তার বিষয়টি আমাদের হাতে নেই। তাঁকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। বোর্ড থেকে এ ব্যাপারে কিছু বলতে পারব না। নির্দিষ্ট একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নেই বিসিবির।’সাকিবের নিরাপত্তার ব্যাপারটি সরকারের উচ্চপর্যায় থেকে আসতে হবে বলে মনে করেন ফারুক, ‘নিরাপত্তার বিষয়টি সরকারের উচ্চপর্যায় থেকে আসতে হবে। বিসিবি কোনো এজেন্সি না, পুলিশ না, র্যাব না। সরকারের তরফ থেকে নিরাপত্তার ব্যাপারটি আসতে হবে।’
বিসিবি সভাপতি অবশ্য খুব করেই চান সাকিব তাঁর ক্যারিয়ারের শেষ টেস্টটি দেশের মাটিতে খেলুন, ‘সাকিব যদি এখান থেকে শেষ টেস্ট খেলতে পারে, ওর মতো আমিও বিশ্বাস করি এর থেকে ভালো কিছু হতে পারে না।’
সবকিছু বাংলাদেশের সমর্থকরা চেয়ে থাকবে ম্যাচের দিকেই। সিরিজে সমতা ফিরাতে জয়ের বিকল্প নেই শান্ত বাহিনীর। প্রথম টেস্টের বড় ব্যবধানে হারের পর এই ম্যাচে ঘুরে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নেই ।