সুপারকোপার সেমিফাইনালে গতরাতে সৌদির মরুর মাঠে নামে বার্সেলোনা এবং ওসাসুনা।সাম্প্রতিক সময়টা খুব একটা ভাল যাচ্ছেনা কাতালান ক্লাবটির।যার জন্য এই ম্যাচেও ছিলো বাড়তি চাপ।
জাভির দলের এই ম্যাচটা এবং সর্বোপরি স্প্যানিশ সুপারকোপা জেতাটা এখন অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি মাথায় রেখে চিরচেনা ৪-৩-৩ ফরমেশনে মাঠে নামে বার্সেলোনা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ করলে বার্সা,গোলের সুযোগও তৈরি হয় যার মাঝে রাফিনহার বাড়িয়ে দেয়া বলে প্রথম হাফে সবচেয়ে বড় সুযোগ মিস করেন পোলিশ নাম্বার ৯ লেওয়ান্ডস্কি!এই সিজনে খুব একটা ভাল ফর্মে নেই এই স্ট্রাইকার।সব মিলিয়ে মোট গোল করেছেন ১০ টি কিন্তু সুযোগ মিস করছেন এর চাইতে অন্তত ১.৫-২ গুন বেশি।ওসাসুনাও সুযোগ পায় কিন্তু বার্সা গোলরক্ষ্ক ইনাকি পেনার সেইভে তারা গোলের দেখা পায়নি।
২য় হাফের সেই লেওয়ান্ডস্কির গোলেই এগিয়ে যায় বার্সা।বার্সা মিড গুন্দগানের বাড়িয়ে দেয়া বলে সুন্দর ফিনিশিং করেন লেওয়া।এরপরে দুই দলই কিছু সুযোগ পায় যেখানে ওসাসুনা গোল না পেলেও বার্সা ম্যাচের একদম শেষের দিকে দেখা পায় তাদের ২য় গোলের। পর্তুগিজ ফেলিক্সের বলে গোল করেন বার্সার ১৬ বছর বয়সী তরুন তুর্কি লামিন ইয়ামাল।রাফিনহার ইঞ্জুরির পর যখন লামিন মাঠে নামেন,সেখান থেকেই পরিবর্তন হয় খেলা।বার্সার ২য় গোলটা ছিল দলগত বিল্ডাপের ফলাফল।যাকে বলা যায় 'ভিন্টেজ বার্সা'।
সবশেষে ২-০ ব্যবধানে জিতে সুপারকোপার ফাইনালে পা দেয় জাভির বার্সা।এবং ফাইনালটি হতে যাচ্ছে এল ক্লাসিকো!দুনিয়ার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতার ম্যাচ,দুই দলের শ্রেষ্ঠত প্রমাণের লড়াই।
ফাইনাল হবে ১৫ জানুয়ারি রাত ১ টা বাজে।এখন দেখার বিষয় উড়ন্ত মাদ্রিদকে বার্সা থামাতে পারে না মাদ্রিদের ঐতিহাসিক ট্রফির ক্যাবিনেটে যুক্ত হয় আরেকটি শিরোপা !