নোয়াখালীর মাইজদীতে চারটি হাসপাতালে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তিনটি হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টার সিলগালাসহ বিভিন্ন অংশ বন্ধ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালীর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈমা নুসরাত জাবীনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অবৈধ বেসরকারী হাসপাতাল-ক্লিনিকের বিরুদ্ধে চলমান ব্যবস্থার অংশ হিসেবে চালানো অভিযানে মাইজদীর হাসপাতাল রোডের মাদারল্যান্ড হসপিটালের ২০ শয্যার অতিরিক্ত শয্যা, অস্ত্রোপচার (ওটি) কক্ষ, এক্স-রে ও ইসিজি কক্ষ বন্ধ, জনতা হাসপাতালের স্ক্যানো ও অন্তঃবিভাগ বন্ধ এবং মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া জননী হাসপাতালের হালনাগাদ লাইসেন্স না থাকায় তাদেরকে সতর্ক করা হয়েছে।