দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার সফল পরীক্ষা করা হয়েছে।পরীক্ষাটি করেছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এবং যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের (ইউভিএম) লার্নার কলেজ অভ মেডিসিনের গবেষকরা। পরীক্ষামূলক প্রয়োগে দেখা গেছে, ডেঙ্গুর চারটি ধরনের বিরুদ্ধেই এই টিকা অ্যান্টিবডি তৈরিতে সাফল্য দেখিয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইসিডিডিআরবি। গবেষণার ফলাফল সম্প্রতি 'দ্য ল্যানসেট ইনফেকশাস ডিজিজেস জার্নালে' প্রকাশিত হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এই টিকাটির নাম দেয়া হয়েছে টিভি-০০৫।টিকাটি হবে এক ডোজের।
আইসিডিডিআরবির বিজ্ঞপ্তিতে বলা হয়, গবেষণায় ব্যবহৃত এক ডোজের ডেঙ্গু টিকা টিভি-০০৫ মূল্যায়ন করে দেখা যায়, এটি শিশু ও প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রয়োগের জন্য নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গবেষকরা ২০১৫ সালে 'ডেঙ্গু ইন ঢাকা ইনিশিয়েটিভ' (ডিডি) নামক গবেষণা শুরু করেন। এই প্রচেষ্টার লক্ষ্য ছিল ডেঙ্গু টিকার উন্নয়নে বাংলাদেশকে সম্পৃক্ত করা। ২০১৫ থেকে ক্লিনিক্যাল ট্রায়াল, ল্যাবরেটরি পরীক্ষণ অবকাঠামো এবং প্রারম্ভিকভাবে ডেঙ্গুর প্রাদুর্ভাব অধ্যয়ন সংশ্লিষ্ট গবেষণার জন্য আইসিডিডিআরবিতে প্রয়োজনীয় সক্ষমতা তৈরি করা হয়।
বিগত কয়েকবছর ধরেই ডেঙ্গু দেশে ভয়াবহ রুপ ধারণ করেছে। যা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে জনসাধারণের মাঝে।