গত ২০/০৫/২০২৪ ইং (সোমবার) নোয়খালী জেলার মাইজদী শহরে অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম প্রাত্যহিক ডট কম এর অনুসন্ধানী সংবাদকর্মী চৌধুরী মোঃ ফরহাদ নামক সাংবাদিকের ওপরে হামলার ঘটনা ঘটেছে। বিকাল ৫.৩০ টায় মাইজদী শহরে অফিস শেষে নিজ বাসন্থানে ফেরার সময় তিনি এই হামলার শিকার হন। চৌধুরী মোঃ ফরহাদ প্রাত্যহিক ডট কম নামক অনলাইন পোর্টালে কর্মরত আছেন, এছাড়াও তিনি নোয়াখালী জেলা প্রেস ক্লাবের সদস্য হওয়ার পাশাপাশি আরো কয়েকটি গণমাধ্যমের সাথে জড়িত।
ফরহাদ ঘটনা প্রসঙ্গে বলেন, মাইজদীর হরিনারায়নপুর এলাকার হিমেল এর নেতৃত্বে রাজীব হোসেন, সুলতান ও সোহেল সহ কয়েকজন মিলে তার উপর এই বরবর ও অমানবিক হামলা চালায়। হামলার নেতৃত্ব দেওয়া হিমেল নোয়াখালী সদর ছাত্রলীগের স্বক্রিয় কর্মী।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক চৌধুরী মোঃ ফরহাদ প্রাত্যহিক ডট কম কে বলেন গতকাল বিকালে কাজ শেষ করে অফিস থেকে বাড়ি ফেরার পথে মাইজদী হাউজিং এ তার মটর সাইকেলের সামনে দাড়িয়ে তারা তার চলাচলের গতীপথ রোধ করে। পরে হিমেল এর নেতৃত্বে কয়েকজন মিলে তাকে প্রথমে অকথ্য ভাষায় গালি গালাজ ও হেনস্থা করে এবং পরে তার ব্যবহৃত মোবাইল ফোন ও পকেটে থাকা টাকা কেড়ে নেয়। তারপর মোবাইল ফোনটি আছড়ে ভেঙ্ঘে রাস্তার পাশে থাকা ড্রেনে ফেলে দেয়।
এক পর্যায়ে তারা ফরহাদের পেটে ছুরি ঠেকিয়ে মারধর কিল ঘুষি ও লাথি মারতে থাকে। মারের ফলে তিনি মাথা সহ শরীরে বিভিন্ন স্থানে আঘাত পায়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করে।
জানা যায়, গত ১৬/০৫/২০২৪ইং তারিখে নোয়াখালী জেলার মাইজদীর স্থানীয় কিছু আমলাদের বিরুদ্ধে তাদরে দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশ করায় তারা এই হামলা চালায় ।
পেশাগত দায়িত্ব পালনে অনুসন্ধানী সাংবাদিক চৌধুরী মোঃ ফরহাদ অন্যায় ও দুর্নীতিতে জড়িত থাকা কিছু ব্যক্তির নাম উল্লেখ করে সংবাদ প্রকাশ করেন। তারই ফলশ্রুতীতে তিনি এই হামলার স্বীকার হন বলে জানা গেছে। চৌধুরী মোঃ ফরহাদ আরো বলেন, হাসপাতালের কাগজ নিয়ে থানায় মামলা করতে গেলে নোয়াখালী সদর থানায় কর্মরত অফিসার মামলা না নিয়ে উল্টো তাকে এই ধরনের সংবাদ প্রকাশে বিরত থাকার পরামর্শ দেন।
সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলায় প্রাত্যহিক ডট কম রিপোর্টার্স, নোয়াখালী প্রেস ক্লাবে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা সহ অবিলম্বে আসামীদের গ্রেফতারের দাবি জানিয়ে বিবৃতি দেন।