গুগল ম্যাপের সাহায্য খুব সহজেই অচেনা জায়গা চিনে চিনে যেতে পারেন একজন মানুষ।কিন্তু সম্প্রতি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়।
কিন্তু মানচিত্রসহ পথনির্দেশনার জনপ্রিয় এই অ্যাপটির ভুল নির্দেশনার কারণে গত বছর ভাঙা সেতু থেকে গাড়ি খালে পড়ে মৃত্যু হয় ফিলিপ প্যাক্সন নামের এক মার্কিন নাগরিকের। এ ঘটনার এক বছর পর গুগলের বিরুদ্ধে মামলা করেছে প্যাক্সনের পরিবার। মামলায় বিপজ্জনক, ভাঙা সেতু ব্যবহারের পথনির্দেশনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে গুগলের বিরুদ্ধে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার বাসিন্দা ফিলিপ প্যাক্সন গত বছরের ৩০ সেপ্টেম্বর বন্ধুর বাড়িতে মেয়ের নবম জন্মদিন উদ্যাপন শেষে একাই গাড়ি চালিয়ে নিজের বাড়িতে ফিরছিলেন। বৃষ্টিভেজা রাতে গুগল ম্যাপসের দেখানো পথে চলার সময় ভাঙা একটি ব্রিজে ওঠার পরপরই সেটি থেকে ২০ ফুট নিচে খালে পড়ে মারা যান প্যাক্সন।