ওমানে কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রাজিব হোসেন (২৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ওমানের মাস্কাট শহরে বাংলাদেশ সময় দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রাজিব হোসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহি ইউনিয়নের চর বালুয়া গ্রামের জনতা বাজার এলাকার নূর নবীর ছেলে।
নিহতের চাচাতো ভাই মো. আরিফ হোসেন বলেন দুই বছর আগে ওমানে যান রাজিব। সেখানে যাওয়ার পর এলাকার অন্যদের সঙ্গে সমুদ্রে মাছ ধরার কাজ করতেন তিনি। কয়েক মাস ধরে মাছ ধরার কাজ ছিল না। এর মধ্যে দেশে এসে ঘুরে গেছেন রাজিব। মঙ্গলবার দুপুরে মাস্কাট শহর থেকে মাইক্রোবাসযোগে কয়েকজনের সঙ্গে মাছ শিকারের জন্য যাচ্ছিলেন। পথে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়ে উল্টে গেলে গাড়িচাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন রাজিব।
নিহতের বাবা বলেন আমার ছেলে শান্তশিষ্ট। কারো সঙ্গে কোনো ঝামেলা করে না। আমাদের সংসারের হাল ধরতে সে বিদেশে পাড়ি দিয়েছে। তবে ভাগ্য তার সহায় হয়নি। আমার সব শেষ হয়ে গেল।