০৪/০৬/২০২৪ ইং মঙ্গলবার নোয়াখালী জেলার মাইজদী শহরে অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম প্রাত্যহিক ডট কম এর সংবাদকর্মী চৌধুরী মো: ফরহাদ এর ওপরে আবারও হামলার ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের বক্তব্যের মাধ্যমে জানা যায় যে, তিনি গত ০৪/০৬/২০২৪ ইং তারিখ মঙ্গলবার সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় মাইজদী জহুরুল হক মিয়ার গ্যারেজ নামক স্থানে এই হামলার স্বীকার হন। ঐ সময় সন্ত্রাসীরা তার চলাচলের রাস্তা রোধ করে। এই হামলায় অন্তত ২০/২৫ জন স্বস্বস্ত্র সন্ত্রাসী তাকে ব্যপক মারধর করে। মারধরের এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে সন্ত্রাসীরা তাকে একটি হলুদ পিকাপে করে তুলে নিয়ে যায়। এই খবর প্রকাশ হওয়া পর্যন্ত তার আর কোন খোঁজ পাওয়া যায়নি।
সরাসরি ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশে পাশের লোকজনের সাথে কথা বলে জানা যায় যে, সাংবাদিক চৌধুরী মো: ফরহাদ জহুরুল হক মিয়ার গ্যারেজের রাস্তা দিয়ে যাওয়ার পথে হঠাৎ করে ২০/২৫ জন লোক একটি হলুদ রংয়ের পিকআপ দিয়ে এসে পিকআপ থেকে নেমেই তাকে লাঠি, লম্বা কাঠের টুকরা ও পিভিসি পাইপ দিয়ে এলোপাথাড়ি ভাবে মারতে খাকে। মারার এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন । তাদের হাতে বিভিন্ন ধরণের দেশিয় অস্ত্র ছিল। তারা ৪/৫ জন মিলে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় চৌধুরী মো: ফরহাদকে ঐ পিকআপে উঠিয়ে দত্তের হাট সড়কের দিকে নিয়ে যায়। তাদের সাথে বিভিন্ন ধরনের অস্ত্র থাকায় কেউ নিজ প্রাণ ভয়ে সাহায্যের জন্য এগিয়ে যায়নি।
আমাদের সংবাদ প্রতিনীধি তাঁর পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করলে তারা প্রাত্যহিক ডট কমকে জানান তারাও অনেক খোজা খুজি করেও কোন প্রকার সন্ধান করতে পারেন নাই। তারা আরও জানান যে, এ ব্যপারে থানায় সাধারণ ডায়েরী করতে গেলে উল্টো তাদেরকে অপমান ও হেনস্তের স্বীকার হতে হয়। তার স্ত্রী তিন সন্তানের জননী ও নয় মাসের অন্তস্বত্তা। তিনি তার এই অসুন্থ শরীর নিয়ে থানায় গিয়ে স্বামীকে ফেরৎ পাওয়ার আকুতি মিনতি করলেও সেখান থেকে কোন ধরনের সহযোগীতা পাননি।
পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক চৌধুরী মোঃ ফরহাদ স্থানীয় ভাবে অন্যায় ও দুর্নীতিতে জড়িত থাকা কিছু ব্যক্তির নাম উল্লেখ করে সংবাদ প্রকাশ করেন। তারই ফলশ্রুতীতে তিনি এই হামলার স্বীকার হন বলে তার পারিবারিক সূত্রে জানা যায়।
সাংবাদিকের উপর এই ধরনের সন্ত্রাসী হামলা প্রাণনাশ ও গুমের বিরুদ্ধে প্রাত্যহিক ডট কম রিপোর্টার্স ও নোয়াখালী প্রেস ক্লাবে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এই ঘটনার তীব্র নিন্দাসহ অবিলম্বে আসামীদের গ্রেফতার ও সংবাদিক চৌধুরী মো: ফরহাদকে খুজে বের করে তার পরিবারের নিকট ফিরিয়ে দিয়ে আইনের যথাযথ প্রয়োগ প্রদর্শনের দাবি জানিয়েছে।