সবার মনে এই একটা প্রশ্ন ঘুরপাক করে। "আচ্ছা শীতকালে বারবার প্রস্রাব ধরে কেন"? এর পিছনে আছে বিজ্ঞানের হাত । জেনে নেয়া যাক কেন এমন হয়।
শীতকালে পরিবেশ থাকে ঠান্ডা। নাতীশিতোষ্ণ দেশ হলেও আমাদের দেশে শীতকালের তাপমাত্রা গরমের তুলনায় অনেকটূকুই কম হয়।যখন পরিবেশ ঠান্ডা থাকে তখন এই পরিবেশের সাথে খাপ খাওয়ানোর তাগিদে শরীরে থাকা গ্লুকোজ এবং ফ্যট ভাঙার প্রক্রিয়া চলতে থাকে।যার ফলে উৎপন্ন হয় প্রচুর পানি।কিন্তু শীতে আমাদের দেহের রক্তনালী সংকুচিত হয়ে যায়।তার উপর আবার পরিবেশ হচ্ছে ঠান্ডা।যার ফলে এই উৎপন্ন পানি ঘাম হিসেবে আর বের হতে পারেনা গরমকালের মত।আর এই উৎপন্ন পানি গিয়ে জমা হতে থাকে কিডনিতে।যার ফলে আমাদের প্রস্রাবের বেগ অন্য সময়ের তুলনায় বেড়ে যায়। তবে আপনি প্রয়োজনের তুলনায় কম পানি খেলে তফাৎ বুঝতে পারবেন না। শীতকালে পানির চাহিদাও কমে যায়।পিপাসা কম পায় যার কারণে অনেকেই পানি খেতে অনিহা করে। এর ফলে নানান শারীরিক সমস্যাও দেখা দিতে পারে।ঠান্ডা লাগুক আর পিপাসা না লাগুক, দৈনিক যতটুকু পানি খাওয়া প্রয়োজন তা খাওয়াই শ্রেয়।
এছাড়াও শীতকালে দেহ চায় তাপ কম হারাতে । যার ফলে মুত্র হারও বেড়ে যায় অন্য সময়ের তুলনায়।দেহের অভ্যন্তরের অঙ্গগুলোড় কাজও বেড়ে যায় এইসময়।ঠিক একই কারণে বৃষ্টির দিনেও বেড়ে যায় প্রস্রাবের বেগ।