ব্রাজিল জাতীয় ফুটবল দল,ইতিহাসের সেরাদের এক দল এবং সাম্বা ফুটবল হিসেবে দুনিয়ার সকলের নিকট অতি পরিচিত একটি দল।তবে বর্তমান সময়টা খুবই খারাপ যাচ্ছে ব্রাজিলের। বিশ্বকাপ বাছাই পর্বে ১০ দলের মাঝে ব্রাজিল অবস্থান করছে ৬ নাম্বারে। ৬ ম্যাচ খেলে ২ জয়,৩ হার এবং ১ ড্র তাঁদের এখন অব্দি সংগ্রহ। তাছাড়া কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে এগিয়ে থেকেও শেষে গোল খেয়ে পেনাল্টি শ্যুট আউটে হেরে বিদায় নেয় ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিলের আগের কোচ 'তিতে' কে নিয়ে ততটা সন্তুষ্ট ছিলোনা খোদ ব্রাজিল সমর্থকদের একাংশ। তিতে ছিলেন কিছুটা পুরানা ধাচের একজন কোচ।মুখস্থ একাদশ থেকে শুরু করে বারবার একই ট্যাকটিক্স যার ফলে খালি হাতে ফিরতে হয় টানা দুই বিশ্বকাপ থেকে।অন্যতম সেরা দল নিয়ে গিয়েও এই ধরনের কিছু আশা করেনি ব্রাজিল সমর্থকরা।যার ফলে তিতে ছেড়ে দেন কোচের পদ।
তিতের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে যোগ দেয় আরেক ব্রাজিলিয়ান ফার্নান্দো দিনিজ। তাতেও ভাল কিছুর দেখা পায়নি ব্রাজিল দল।
মুল বাজটা পরে যখন বর্তমান রিয়েল মাদ্রিদ কোচ কার্লো এনচেলত্তি মাদ্রিদের সাথে তাঁর চুক্তি বাড়িয়ে ২০২৬ পর্যন্ত নিয়ে গিয়েছেন।ফুটবল পাড়ায় গুজব উঠেছিলো এই সিজন পরেই ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিবেন এই কোচ।কিন্তু সব গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি মাদ্রিদের সাথে তাঁর চুক্তির মেয়াদ আরো বাড়িয়েছেন যার ফলে আপাতত ব্রাজিল জাতীয় দলের সম্ভব্য কোচ হবার লিস্টে কার্লো রয়েছেন অনেক দূরে।
তাহলে এখন কে হতে পারে ব্রাজিলের কোচ? ব্রাজিলের স্থায়ী কোচ হিসেবে তাঁর নামটাই উঠে আসছে সবার আগে। ‘ও গ্লোবো’র ভাষায়, জাতীয় দলের স্থায়ী দায়িত্ব নেওয়ার দৌড়ে সবচেয়ে কাছাকাছি কেউ থেকে থাকলে তিনি দিনিজ। এর একটা অন্যতম কারণ তিনি এখনই ব্রাজিল জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ। আনচেলত্তির অপেক্ষায় থাকার এ সময়ে তাঁকে দায়িত্বটি দিয়েছে সিবিএফ।
এই ব্যাপারে দিনিজ বলেন -‘সিবিএফ কী করে, সেটার জন্য অপেক্ষা করাই ভালো। আমার এটা নিয়ে ভাবনা নেই।’
এ লিস্টে দিনিজ ছাড়াও নাম আছে পর্তুগিজ আবেল ফেরেইরার এবং আরেক পর্তুগিজ হোর্হে জেসুস যিনি আছেন বর্তমানে সৌদি আরবের ক্লাব আল হিলালের দায়িত্বে।
এখন দেখার বিষয় কে হবে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ।