নিহত আবু সাঈদ সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের চরখোয়াজ এলাকার হামিদ আলী মিজী বাড়ির আফসার মিয়ার বড় ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর ৬টার দিকে সিএনজি অটোরিকশায় গ্যাস ঢুকানোর জন্য সোনাগাজী থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা হন সুমন। পথিমধ্যে মামার দরবার এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশা উল্টে সড়কের পাশে পড়ে যায়। এ সময় আহত অবস্থায় উদ্ধার করে তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসা শেষে বাড়িতে চলে যান। পরবর্তীতে বাড়িতে শারীরিক অবস্থার অবনতি হলে সকাল সাড়ে ১০টার দিকে ফেনী জেনারেল হাসপাতালে আনার পথে ধলিয়া এলাকা পৌঁছালে তার মৃত্যু হয়। নিহতের বন্ধু তাজুল ইসলাম রিপন বলেন, পরিবারে তার পাঁচ মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে। প্রতিদিনের মতো আজও সুস্থ অবস্থায় নিজের সিএনজি নিয়ে ঘর থেকে বের হয়েছিল। তার এমন মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে গেল। নিহতের বোন আফরিনা বলেন, আমাদের পাঁচ ভাইবোনের মধ্যে সুমন সবার বড় ছিল। তার পাঁচ মাস বয়সী অবুঝ শিশুকে আমরা কি বুঝ দিব। এভাবে আকস্মিক মৃত্যু হবে তা কখনো ভাবিনি। ফেনী জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, তাকে জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে মর্গে প্রেরণ করেন। সোনাগাজী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাকসুদ আহাম্মদ বলেন, তার মরদেহের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।