নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী বাজারের একটি ফলের আড়ত থেকে এক কোটি ৮০ লাখ টাকা চুরি হয়েছে।
এ সময় সিসিটিভির ডিভিআরও নিয়ে গেছে চোরেরা। রবিবার রাতের কোনও একসময়ে সুবর্ণা ফ্রুট এজেন্সি নামের ওই প্রতিষ্ঠানে চুরি হয়। সোমবার (১৫ এপ্রিল) সকালে ব্যবসাপ্রতিষ্ঠান খুলে চুরির বিষয়টি জানতে পারেন কর্মকর্তারা।
প্রতিষ্ঠানের মালিক আবুল কালাম আজাদ সোহাগ বলেন, ‘ঈদের ছুটিতে আমাদের ১৫-১৬ গাড়ি ফল বিক্রি হয়েছে। গত কয়েকদিন নিজেদের প্রতিষ্ঠানে বিক্রি এবং রবিবার সারা দিন বাইরের মোকামগুলো থেকে টাকা কালেকশন করা হয়। রাত সাড়ে ১২টার দিকে প্রতিষ্ঠানের কর্মচারীরা যে যার মতো করে চলে যান। অফিস কক্ষের লকারে এক কোটি ৮০ লাখ টাকা রেখে রাত আড়ইটার দিকে আমিও বাসায় চলে যাই। সোমবার সকালে কর্মচারীরা আসলে আড়তের শাটার ভাঙা দেখেন। পরে ভেতরে ঢুকে অফিস কক্ষের তালা ও লকারের চারটি লক ভাঙা দেখে আমাকে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ছুটে যাই।’
খবর পেয়ে আমিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছি জানিয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। তবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের কাছে এখনও কোনও লিখিত অভিযোগ আসেনি।’