আজ বিশ্বকাপে বাংলাদেশের শেষ প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ ছিলো গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।এই ম্যাচ থেকে বাংলাদেশের হারানোর কিছু না থাকলেও পাওয়ার ছিলো কিছু।এবং হারলেও বাংলাদেশ বুঝতে পেরছে কি কি দরকার জেতার জন্য।
বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে বাংলাদেশের শেষ প্রস্তুতি ম্যাচ। গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
লিটনের ব্যাটিং ফর্ম বাজে যাওয়া,শান্তর ছোট ইনিংস এছাড়া রিয়াদের ১৮ রানে ফিরে যাওয়া সব মিলিয়ে ব্যাটিংটা আজকে ক্লিক করেনি।মিরাজের 74 এবং তানজিদের ৪৫ রানে ভর করে ৩৭ ওভারে ১৮৮/৯ করে বাংলাদেশ।ম্যাচে ছিলো বৃষ্টির হানা।তাই খেলা উভয় ইনিংসেই হয় সংক্ষিপ্ত।
বোলিং ছিল ভাল।আজ ফিজ ২, হাসান,শরিফুল,তাসকিন এবং নাসুম পায় ১ উইকেট করে।এই ফ্ল্যাট উইকেটে রানই ছিল কম।তাই বোলারদে যে খুব বেশি করার ছিলোনা তা বলাই যায়।ইংল্যান্ডের হয়ে ৫০ এর দেখা পান মঈন আলী।
সাকিবের অনুপস্থিতিতে আজ বাংলাদেশকে নেতৃত্ব দেন নাজমুল হোসেন। টসে জিতে ব্যাটিং নেন তিনি। প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাটসম্যানরা সুবিধা করতে না পারলেও ইংল্যান্ড বোলিং করিয়েছে ৮ জনকে দিয়ে। তাদের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর মোটামুটি সবাইকে সুযোগ দিতে চেয়েছে তারা।
তাছাড়া আজ বাংলাদেশের ফিল্ডিং গতদিনের মত ভাল হয়নি।
প্রথম ম্যাচের আগে বেশ কিছু সময় এখনো আছে।এই ম্যাচ থেকে ভুলগুলো তুলে নিয়ে কিভাবে ঠিক করে বিশ্বকাপের শুভযাত্রা করা যায় সেইদিকে চোখ থাকবে হাতুরুর শিষ্যদের।