দুবাইয়ে আজ ফাইনালে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েই প্রথমবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ দল।অপরাজিত চ্যাম্পিয়ন হলো টাইগার যুবারা। সেটিও রেকর্ড গড়ে।
৪ বছর আগে যুব বিশ্বকাপের শিরোপারও স্বাদ পায় টাইগার বাহিনী।আজ পেল অধরা এশিয়া কাপ।দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার আশিকুর রহমানের ১২৯ রানে ভর করে ৮ উইকেটে ২৮২ রান তুলেছিল বাংলাদেশের যুবারা। কাজটা বাকি ছিল শুধু বোলারদের।রান তারায় প্রথম পাওয়ার প্লের ১০ ওভারের মধ্যে বাংলাদেশি পেসারদের তোপে ৩৯ রানে ৪ উইকেট হারায় আমিরাত। মারুফ মৃধা, ইকবাল হোসেন ইমন, রোহানাত দৌলা বর্ষণ এবং শেখ পারভেজ জীবনরা জয়টা খুব সহজেই উপহার দিলেন। রান তাড়ায় আমিরাতকে ২৪.৫ ওভারে ৮৭ রানে অলআউট করে বাংলাদেশ জিতেছে ১৯৫ রানে।
এটি ছিল যুব এশিয়া কাপের দশম আসর।এর মাঝে ৮ বারেরই চ্যাম্পিয়ন ভারত।এর আগে একবার বাংলাদেশ ফাইনাল খেললেও আকবর আলীর দল হারে মাত্র ৫ রানে। এবার আর তা হয়নি।