নোয়াখালীর সেনবাগে বাড়ির সীমানায় ময়লা ফেলা ও জমাটবদ্ধ পানিকে কেন্দ্র করে প্রতিবেশীর লাঠির আঘাতে খুরশীদ আলম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক তিন জনকে আটক করেছে পুলিশ।
নিহত খুরশীদ আলম সেনবাগ উপজেলার বালিয়াকান্দি গ্রামের মৃত মকবুল আহমদের ছেলে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, ইউনিয়নের দক্ষিণ বালিয়াকান্দি গ্রামের কবির আহমেদ মাস্টার বাড়ির শহীদুল্লাহ (৬৫), তার ছেলে অলিউল্লাহ ওরফে শিমুল (৩০) ও ফোরকানের নেছা (৩৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ তারিখ সকালের দিকে খুরশিদ আলম ও তার প্রতিবেশী শহীদুল্লার সঙ্গে বাড়ির সীমানায় ময়লা ফেলা ও জমাটবদ্ধ ময়লা পানিকে কেন্দ্র করে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কাঠের লাঠি দিয়ে শহীদুল্লাহ ও তার পক্ষের লোকজন খুরশীদ আলমকে মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
