নোয়াখালীর মাইজদীতে ঝুঁকিপূর্ণ বহুতল ভবনে গড়ে ওঠা শতাধিক রেস্টুরেন্টে নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা। অনেক ভবনে ওঠা-নামার জন্য লিফট ছাড়া বিকল্প কোনো ব্যবস্থাও রাখা হয়নি।
এর মাঝে কিছু রেস্টুরেন্ট হলোঃ মাইজদী সুপার মার্কেটের পাঁচতলায় ফুড ফিয়েস্তা, ফুড ওয়ার্ল্ড, প্রধান সড়কে আমানিয়া, টোকিও ফুড অ্যান্ড কাবাব হাউজ, মোগলে দরবার রেস্টুরেন্ট, মোহাম্মদিয়া, রহমানিয়া, সুপার মোহাম্মদিয়া, রুফটপ, হাউজিং এলাকায় আরডি ফুড জোন
কোনো নিয়মকানুন না মেনে যেখানে সেখানে গড়ে উঠেছে এইসকল খাবারের দোকান।প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে এসব রেস্টুরেন্ট। প্রশাসনকে ম্যানেজ করে এসব ‘মৃত্যকূপ’ গড়ে উঠছে বলেও অভিযোগ অনেকের।
এ নিয়ে অনেকেই অভিযোগ জানিয়েছেন। পরিবার পরিজন নিয়ে খেতে আসেন কিন্তু কোনো প্রকারের নিরাপত্তা নেই। আগুন লাগলে কি ব্যবস্থা নেয়া দরকার জানা নেই রেস্টুরেন্ট মালিকদের। আর এভাবেই বছরের পর বছর চলছে তাঁদের ব্যবসা।
