নোয়াখালী জেলার মাইজদী সড়ক নির্মাণের সময় সড়কের দুই পাশে থাকা অনেক গাছ কাটা পড়েছে, কিন্তু এখনো সেই সংখ্যক গাছ রোপণ করা হয়নি। যার ফলে উচ্চ-তাপমাত্রা, বায়ু দূষণসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। এই লক্ষ্যে সড়কের ফাঁকা স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি ও আওয়ামী লীগের তরুণ নেতারা।
.jpg)
ইউএসএআইডি’র আর্থিক সহায়তায় আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ‘স্ট্রেনদেনিং পলেটিক্যাল ল্যান্ড স্কেপ’ প্রকল্পের আওতায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ইয়ং লিডার ফেলোশীপ প্রোগ্রামের ২৪ তম ব্যাচের দুজন ফেলো, নোয়াখালী সদর উপজেলা যুবলের যুগ্ম আহ্বায়ক এবং মাল্টি পার্টি এ্যাডভোকেসি ফোরামের প্রকাশনা বিষয়ক সম্পাদক ইমরান হোসেন এবং নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাল্টি পার্টি এ্যাডভোকেসি ফোরামের সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত আদনান। মঙ্গলবার (১১ জুন) শহরের নাইস গেষ্ট হাউজে সংবাদ সম্মেলনে তারা আরো জানান উপজেলা চত্বর থেকে শুরু করে সোনাপুর বাজার পর্যন্ত সড়কের ডিভাইডারে গাছপালা না থাকার কারণে একদিকে যেমন শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে অন্যদিকে জলবায়ুর নেতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখছে। এই সকল সমস্যা থেকে শহরকে মুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান তারা।
ইতোমধ্যে এই উদ্যোগের অংশ হিসেবে তারা মতামত গ্রহনের লক্ষ্যে গণস্বাক্ষর অভিযান পরিচালনা করেছেন এবং জেলা প্রশাসক, জেলা সড়ক বিভাগ ও জেলা বন বিভাগ বরাবর একটি স্মারকলিপি জমা দিয়েছেন। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের রাজনীতিবিদ, সাংবাদিক অন্যান্য পেশাজীবী সহ আরো অনেকে।