নোয়াখালীর সুবর্ণচরের চরওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী আদর্শ সমাজে রাতের আঁধারে শতাধিক ফলগাছ কাটার অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে। শুক্রবার (২১ জুন) রাতে এ ঘটনা ঘটেছে।
শনিবার (২২জুন) সকালে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, উপজেলার চর বৈশাখী গ্রামের আদর্শ সমাজে মৃত আব্দুল মান্নানের বড় ছেলে সেলিম উদ্দিন ও সেজো ছেলে আলা উদ্দিনের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছে ৬ থেকে ৭ মাস ধরে। এ ঘটনায় আদালতে মামলা রয়েছে বলে স্বীকার করেছেন আলা উদ্দিন।

এ সময় প্রতিবেদককে আলা উদ্দিন বলেন, ঘটনার দিন শুক্রবার দিবাগত রাতে সারারাত বৃষ্টি থাকায় তার বাড়ির ফলন্ত পেঁপে গাছ, কলা গাছ, বাদাম গাছ, বেলজিয়াম ও ইউক্যালিপটাসসহ শতাধিক ছোট-বড় ফলজ ও কাঠ গাছ কেটে ফেলেছে তার ভাই সেলিম। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার পর থেকে সেলিম পলাতক। তবে আলাউদ্দিনের সঙ্গে সেলিম ছাড়া সমাজের কারও সাথে বিরোধ নেই বলে দাবি করছেন এলাকাবাসী।
আলা উদ্দিন ও সেলিমের প্রতিবেশী আনসার আলী এবং সোহাগ জানান, এমন ন্যাক্কারজনক ঘটনা সেলিম ছাড়া কেউ করতে পারেনা। একই মন্তব্য করেছেন সমাজের আরও অনেকে। তারা এমন ঘটনায় প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি করেছেন।
এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য হাবিব উল্যাহ বাহার পলাশ বলেন, সেলিম ও আলা উদ্দিনকে তিনি ডেকে পাঠিয়েছি। এ ঘনায় উভয়পক্ষ সম্মতি থাকলে সামাধানের চেষ্টা করব। নতুবা আলা উদ্দিনকে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন। তবে, সেলিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে বাড়িতে পাওয়া যায়নি।