ঘূর্ণিঝড় ‘রেমেল’র কারণে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌ রুটে লঞ্চসহ সবধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব যান চলাচল বন্ধ থাকবে। শনিবার দিনগত রাত ১২টার পর থেকে বৈরী আবহাওয়ার কারণে ভোলা-লক্ষ্মীপুর নৌ রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এদিকে, মেঘনায় বাতাসের তীব্রতা সকাল থেকে বেড়েই চলেছে। লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট লঞ্চ ঘাটের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সুপার ভাইজার শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘাটে স্পিডবোট ও ইঞ্জিন চালিত নৌকাও বন্ধ রয়েছে বলে জানা গেছে। শরীফুল ইসলাম বলেন, ‘লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে ৯টি লঞ্চ চলাচল করে। এর মধ্যমে তিনটি বরিশাল যায়। আর ৬টি ভোলা রুটের। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নদীতে প্রবল বাতাস বইছে। এ জন্য লঞ্চসহ সবধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।